একুশে বইমেলায় আসছে “ওফা ইয়াদ” সম্পাদিত “পদ্যাক্ষর-কবিতায় হৃদয়ের কথা”

“পদ্যাক্ষর- কবিতায় হৃদয়ের কথা” এ যুগের যতসামান্য কাব্যগ্রন্থ। প্রকাশিত হচ্ছে দাঁড়িকমা প্রকাশনীর ব্যানারে, অমর একুশে বইমেলা ২০১৮ তে।

বইটিতে রয়েছে এপার বাংলা-ওপার বাংলার নবীণ-প্রবীণদের একশো একটি কবিতা। সাত ফর্মার ১১১ পৃষ্ঠার এই বইটিতে পাবেন নানান স্বাদের ব্যাতিক্রম সব কবিতা। একই বইতে রয়েছে- দেশপ্রেম, প্রেম, বিরহ, আর সমসাময়িক আর বাস্তববাদিতামুলক কবিতা সমুহ। বইটির মলাট মুল্য রাখা হয়েছে ২২২ টাকা।

বইটি মুলত “পদ্যাক্ষর” সাহিত্য সংঘঠন এর উদ্যোগে রচিত প্রথম কাব্য সংকলন। বইটি পাওয়া যাবে একুশে বইমেলায় সারা মাস জুড়ে, এছাড়া ও ঘরে বসে অনলাইনে বইটি পেতে অর্ডার করতে পারেন বইপোকা ডট কম এ।

পদ্যাক্ষর কবিতা সংকলন ফর্মা: ০৭ ফর্মা পৃষ্ঠা: ১১১ পৃষ্ঠা দাম: ২২২ টাকা ঢাকা বইমেলা স্টল: ৬৬৬ নং সম্পাদনায়: ওফা ইয়াদ প্রকাশনী: দাঁড়িকমা প্রচ্ছদ: ওফা ইয়াদ

৩১ ফেব্রুয়ারি পর্যন্ত ০১৭২১৫৩২৪৯৪ এ নম্বরে কল করে অর্ডার করলেই পাচ্ছেন ৫০% মুল্য ছাড়।

Comments

comments

%d bloggers like this: