চৌদ্দগ্রামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

চৌদ্দগ্রাম  প্রতিনিধি 

কুমিল্লার চৌদ্দগ্রামে সিমা বেগম(২২) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের পদুয়ার পাড়ায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, দেড় মাস আগে পৌর এলাকার নাটাপাড়া গ্রামের সিমা বেগমের(২২) নোয়াপাড়া গ্রামের হারুনুর রশীদের বিয়ে হয়। বিয়ের পর ভালোই চলছিল। শুক্রবার  স্বামী হারুনুর রশীদ স্ত্রী সিমা বেগমকে ঘরে রেখে  জুমার নামাজ আদায় করতে মসজিদে যান। নামাজ শেষে হারুনুর রশীদ ঘরে এসে দেখলেন রুমের দরজা ভিতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকি করেও সারা-শব্দ না পেয়ে বাড়ির লোকজনকে খবর দেয়। এক পর্যায়ে দরজা ভেঙে দেখে সিমা বেগম গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছে। পরে স্থানীয়রা চৌদ্দগ্রাম থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে সিমা বেগমের লাশটি উদ্ধার করে।
এ ব্যাপারে সিমার লাশ উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা চৌদ্দগ্রাম থানার এসআই মামুন জানান, ‘খবর পেয়ে সিমার লাশটি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে-পারিবারিক কলহের জের ধরে সিমা আত্মহত্যা করতে পারে’।

Comments

comments

%d bloggers like this: