চৌদ্দগ্রাম ফসলি জমিতে অবৈধভাবে মাটি কাটায় জেল জরিমানা

চৌদ্দগ্রাম প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে ফসলী জমি থেকে অবৈধ ভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমান আদালত ৪ জনকে বিভিন্ন মেয়াদে জেল দিয়েছে ও অপর ২ জনকে জরিমানা প্রদান করেন। তথ্যটি নিশ্চিত করেছেন, সোমবার বিকেলে চৌদ্দগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আল আমিন সরকার। তিনি জানান অবৈধ ভাবে চৌদ্দগ্রামে ফসলী জমি থেকে মাটি কাটার অভিযোগে হাতে নাতে উপজেলার বাতিসা চান্দকরা গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে রাজু, ঘোলপাশার সালুকিয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে আনোয়া র হোসেনকে ১৫ দিন করে জেল দেওয়া হয়েছে। একই অভিযোগে উপজেলার আলকরা  ইউনিয়নের শিলড়ী গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে সজিব, জগন্নাথদিঘী ইউনিয়নের গাংরা গ্রামের মৃত ফজলের রহমানের ছেলে ইসহাক, মুন্সিরহাটের মেষতলী বাজারের জাকির হোসেনের ছেলে সাকিল ও পাশ্ববতী নাঙ্গলকোট উপজেলার অহিদুর রহমানের ছেলে মহি উদ্দিন কে সাত দিন করে জেল প্রদান করেন। অবৈধ ভাবে মাটি বহন করার অভিযোগে উপজেলার পৌরসভার বৈদ্দেরখীল গ্রামের মন্তাজ মিয়ার ছেলে আবদুর রহিমের ট্রাক্টর ও আলকরার পদুয়ার আবদুর রহমানের ছেলে আনোয়ার হোসেনের ট্রাক্টর কে ৫০ হাজার টাকা করে ১ লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়।

Comments

comments

%d bloggers like this: