কাশিনগরে আশ্রয়ণ পল্লীতে শোক দিবস পালিত


মো.আবুল বাশার রানা

স্বাধীনতার স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চৌদ্দগ্রাম উপজেলা কাশিনগর ইউনিয়নে আশ্রয়ণ পল্লীতে  কোরআন খতম,দোয়া মাহফিল, খাবার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন ও কাশিনগর ইউনিয়ন পরিষদের আয়োজনে শোক দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন।  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার এস এম মন্জুরুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন সরকার, উপজেলা প্রকল্প কর্মকর্তা জোবায়ের হাসান, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান ফাতেমা আক্তার মুন্নি, ইউপি সদস্য আলী আশ্রাফ, সামসুল আলম মজুমদার, আব্দুল ওয়াদুদ, জামাল উদ্দীন মিজান, রাসেল মাহমুদ টিটু মজুমদার, মাহমুদ হাসান সালেহ্ সহ ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার এস এম মন্জুরুল হক বলেন,  "প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে   লাখ লাখ উপকারভূগীরা আজ ২ শতক জমি সহ মাথা গোজার ঠাঁই পেয়েছে।এই প্রকল্পের জন্য প্রধানমন্ত্রী একদিন বিশ্বের দরবারে সম্মানীত হবেন।"তিনি আরো বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন দেশ প্রেমিক,তিনি দেশ রক্ষা করতে গিয়ে বার বার জেলে গেছেন।


আলোচনা সভা শেষে আশ্রয়ণ পল্লীতে খাবার প্যাকেট বিতরণ করা হয়।

Comments

comments

%d bloggers like this: