ডিইউজের ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত সাইফ আলী
ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নির্বাচনে ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হলেন জ্যেষ্ঠ সাংবাদিক সাইফ আলী। ।
ডিইউজে ইতিহাসে সবচেয়ে বেশি ১০৫৯ ভোট পেয়ে আইন সম্পাদক পদে নির্বাচিত হন এস এম সাইফ আলী। এ পদে প্রতিদ্বন্দ্বিতা করা কামরুল ইসলাম ৩৪৭ ও দুলাল মিত্র ৩২৪ ভোট পেয়েছেন।
ডিইউজের নির্বাচনে সভাপতি পদে সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে আক্তার হোসেন জয় লাভ করেছেন। নির্বাচনে সোহেল হায়দার চৌধুরী ৭২৪ ভোট ও সাধারণ সম্পাদক পদে আক্তার হোসেন ৭৩৬ ভোট পেয়েছেন।
মঙ্গলবার (২৯ মার্চ) রাত ৮টা ৫ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে এ ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার মনজুরুল আহসান বুলবুল।
মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এস এম সাইফ আলী সততা, একাগ্রতা ও সাহসিকতা এবং আন্তরিকতার সঙ্গে দীর্ঘ দিন যাবত নিরলসভাবে সাংবাদিকদের অধিকার আদায়ের সংগ্রামে কাজ করেছেন।