শিক্ষা মানুষের নৈতিক ও মানবিক মূল্যবোধ সৃষ্টি করে ছাত্রনেতা মো. সোহাগ মাহমুদ

 গত ৪ ফেব্রুয়ারি রবিবার গৌবিন্দপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত ডাবল মোবাইল কাপ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলার পুরুস্কার বিতরণ অনুষ্ঠান গৌবিন্দপুর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। এই সময়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক, ও কুমিল্লা জেলা ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ছাত্রনেতা মো. সোহাগ মাহমুদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শুভপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরএইচএম অপু, গৌবিন্দপুর সামছুল হুদা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুসলিমুর ররহমান, শুভপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম সাগর, শুভপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাহিদ আদনান, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগ নেতা মো. মিজানুর রহমান, মুন্সীরহাট প্রকৌশলী ওয়াহিদুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা মাহরুফ হোসেন মহসিন, সাবেক ইউপি সদস্য আঃ খালেক মেম্বার, তাজুল ইসলাম সর্দার, জালাল আহমেদ ( জালু) সর্দার, হালচৌ গ্রামের যুবলীগ নেতা সোহাগ আহম্মেদ, কামরুল হাসান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চলন কলেজ ছাত্রলীগ নেতা শাকিল মাহমুদের পরিচালনায় সভাপতিত্ব করেন ৫ নং শুভপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড মেম্বার ও যু্বলীগ নেতা কাজি ছালে আহমেদ মেম্বার। ছাত্রনেতা সোহাগ মাহমুদ বলেন, আধুনিক বিশ্ব প্রযুক্তি নির্ভর, ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে শিক্ষার কোন বিকল্প নাই। সু-শিক্ষায় পারে সমাজ থেকে অন্ধকার দূর করে আলো জ্বালাতে, শিক্ষা মানুষের নৈতিক ও মানবিক মূল্যবোধ সৃষ্টি করে, শিক্ষা মানুষের বিভেগ কে জাগ্রত করে। তাই শিক্ষার উপর সর্বোচ্ছ গুরুপ্ত দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী। এই মাদ্রসা ভবনটি আগামী জাতীয় নিবার্চনের আগেই চার তলা ভবন পাবে বলে মাননীয় রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক এমপি মহোদয়ের ঘোষণাটি তিনি সবাই কে জানান। তিনি বলেন শিক্ষায় টাকা ব্যয় কে খরচ মনে করবেন না, এটি বিনিয়োগ, তাই প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে বই, প্রাথমিক থেকে ডিগ্রি পর্যন্ত উপ-বৃত্তি প্রদান, স্কুল, কলেজ, মাদ্রাসার নতুন নতুন বিল্ডিং, শেখ রাছেল ডিজিটাল মাল্টি-মিডিয়া ক্লাস রুম করে দিচ্ছেন শেখ হাসিনা সরকার। তাই সবাই স্ব-স্ব ক্ষেত্রে ঝড়ে পড়া রোধ কাজ করতে হবে এবং গরিব ও মেধাবী শিক্ষার্থীদের পাশে স্বাধ্য অনুযায়ী দাঁড়ানোর জন্য এবং আর্থিক সহায়তা প্রদানের জন্য অনুরোধ করেন। তিনি ছাত্র/ছাত্রীদের বইয়ের সাথে সম্পর্ক বাড়ানো এবং নিয়মিত মনযোগ সহকারে পড়ালেখা করার অনুরোধ করেন। তিনি অভিবাবকদের উদ্দেশ্যে বলেন, আপনার সন্তান কার সাথে চলে, কই যায়, কখন বাড়িতে আসে, টিক মত স্কুল, মাদ্রাসা বা কলেজে যাচ্ছে কি না। ক্লাস করছে কি, খোজ নিবেন প্রতিনিয়ত। আপনার সন্তান মাদক সেবীদের সাথে যেন না মিসতে পারে সে দিকে খেয়াল রাখবেন। পরে বিজয়ী দলের হাতে অতিথিবৃন্দ সহ পুরুস্কার তুলে দেন। খেলার শেষে হালঁচৌ গ্রাম বাসীর পক্ষ থেকে প্রধান অতিথি কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান যুবলীগ নেতা সোহাগ আহমেদ ও কামরুল হাসান সহ নেতৃবৃন্দ।

Comments

comments

%d bloggers like this: