ছেলেদের মতো মেয়েরাও আমার শরীরের দিকে তাকায়: রিয়া সেন

অনলাইন ডেস্ক

কালজয়ী অভিনেত্রী সুচিত্রা সেনের নাতনী বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী রিয়া সেন। সদ্য মুক্তি পেয়েছে রিয়া অভিনীত হিন্দি শর্টফিল্ম ‘লোনলি গার্ল’। সাইকোলজিক্যাল থ্রিলার গল্পে নির্মিত এ সিনেমায় রিয়ার সঙ্গে আরো আছেন কায়রা দত্ত।

চলচ্চিত্রটি নিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন রিয়া সেন। এ সময় চলচ্চিত্রটি নিয়ে তার বিভিন্ন অভিজ্ঞতা জানিয়েছেন এ অভিনেত্রী। তার প্রত্যেকটি চলচ্চিত্রেই যৌন দৃশ্য থাকে কেন?

জবাবে এ অভিনেত্রী বলেন, ‘এগুলো আসলে যৌনদৃশ্য না। শুধু বিষয়টি ইঙ্গিত করা হয়। আমার মনে হয় এর প্রকৃত কারণ আমি আবেদনময়ী এজন্য।

মেয়েরা কি আপনার দিকে ভিন্ন দৃষ্টিতে তাকায় এবং আপনি তখন কি করেন। এই প্রশ্নে রিয়া বলেন, ‘হ্যাঁ, মেয়েরা আমার শরীরের দিকে তাকায়। ছেলেরা যেভাবে তাকায় ঠিক সেভাবেই। কিন্তু অবশ্যই আমি কিছু করি না।’

ছবিতে রাধিকা কপূর নামের একটি মেয়ের গল্প বলেছেন পরিচালক। যিনি সকালে ঘুম থেকে উঠে দেখেন যে কিছুই ঠিকমত মনে করতে পারছেন না! তখনই ঘরের মধ্যে গৌরী নামের একটি রহস্যময়ীর দেখা পান রাধিকা। গৌরী তাঁকে বোঝানোর চেষ্টা করেন যে তাঁর স্বামী অর্জুন মোটেই ভাল মানুষ নয়।

Comments

comments

%d bloggers like this: