চৌদ্দগ্রামে ইয়াবা ও মোটর সাইকেলসহ তিন মাদক ব্যবসায়ী আটক

চৌদ্দগ্রাম প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রাম মিয়াবাজার এলাকা থেকে ২’শ ২০ পিছ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো; শ্রীপুর ইউনিয়নের গান্ধাছি গ্রামের হাজী নুরুল হক কালা মিয়ার পুত্র শরীফুল ইসলাম রাসেল, আবদুল মতিন মজুমদারের পুত্র মাসুদ রানা মজুমদার ও কাশিনগর ইউনিয়নের অলিপুর গ্রামের আবুল খায়ের পুত্র মনির হোসেন বেলাল।মঙ্গলবার তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার এসআই হিরণ কুমার দে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে মিয়াবাজার এলাকা থেকে তাদেরকে মোটর সাইকেল ও ২২০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

Comments

comments

%d bloggers like this: