কাশিনগরে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

শাহরিয়ার ইমন জয় 

 বঙ্গবন্ধু শেখ মুজিবুল রহমানের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে চৌদ্দগ্রামের কাশিনগর ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেনের সভাপতিত্বে এবং ইউপি আ'লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সন্ঞালনায় কেককাটা, কুরআন খতম,মিলাদ,এতিমদের মাঝে খাবার বিতরণ ও বঙ্গবন্ধুর জীবনীর উপর সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সহ নানা আয়োজনের মাধ্যমে উদযাপিত হয়েছে।

 

বুধবার বিকেলে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউনিয়ন আ'লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, এনামুল হক হাজারী,

 

ইউনিয়ন আ'লীগ নেতা ফরিদ উদ্দিন আহমেদ,চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক আব্দুল ওয়াদুদ,ইউনিয়ন যুবলীগের সভাপতি বাহারুর রহমান, ইউপি সদস্য আলমগীর হোসেন, জামাল উদ্দিন মিজান,আশ্বদিয়া মাদরাসার অধ্যক্ষ আব্দুল করিম, জয়ঙ্গলপুর মাধ্যামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  নূর মোহাম্মদ ইফতেখার আলম এবং ইউনিয়ন,ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সহ বিভিন্ন স্কুল-মাদ্রাসার ছাত্র-ছাত্রী বৃন্দ। পরে নেতৃবৃন্দরা সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। 

 

এর আগে সকালে চেয়ারম্যান মোশারেফ হোসেন সহ ইউপি সদস্যগণ ইউনিয়ন পরিষদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। 

 

দুপুরে ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেনের উদ্যোগে কুরআন খতম,মিলাদ ও  ইউনিয়নের ১৭ টি মাদ্রাসার ২২০০ এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়। 

 

সন্ধ্যায় কেককাটা, আতশবাজি ও নানা আয়োজনে দিনের সমাপ্তি ঘোষণা করা হয়।

Comments

comments

%d bloggers like this: