চৌদ্দগ্রাম কাশিনগরে মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা স্মৃতিচারণ অনুষ্ঠিত

চৌদ্দগ্রাম প্রতিনিধি

বঙ্গবন্ধরু জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার সকালে মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়েছে। কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশাররেফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার তৈয়ব হোসেন, সমাজসেবা কর্মকর্তা নাছির উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাশেম, কাশিনগর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কাশিনগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেন, কাশিনগর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আয়াতুল্লাহ নুরী, মহিলা মেম্বার ফাতেমা আক্তার মুন্নি, কাশিনগর বি.এম. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইউনুছ, কাশিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেম, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমান, ইউনিয়ন আ’লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও ইউনিয়ন কমান্ডার সাবেক নৌবাহিনী সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ প্রমুখ। পরে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

Comments

comments

%d bloggers like this: