মিম কে নয় সানি লিওন কে চায় শাকিব খান

শাকিব খান ও বিদ্যা সিনহা মিমের ছবি ‘মামলা হামলা ঝামেলা’র শুটিং নভেম্বরে শুরু হচ্ছে। উত্তম আকাশের এই ছবিতে দুটি আইটেম গান থাকছে।

একটিতে পারফর্ম করবেন নায়িকা বিদ্যা সিনহা মিম।  আরেকটি গানে পারফরম্যান্সের জন্য প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কাছে সানি লিওনের নাম প্রস্তাব করেছেন নায়ক শাকিব খান।

প্রযোজক সেলিম খান জানান, সানি লিওন হলে আমার ছবির প্রচারণা বাড়বে অনেক। দর্শকও আকৃষ্ট হবে। মুম্বাইয়ের ছবিতে সানি যে ধরনের পোশাক পরে থাকেন, আমরা তেমন পোশাক পরাব না। শালীনতা বজায় রেখেই গানের দৃশ্যায়ন করব। এ সপ্তাহেই কলকাতা যাবেন শাকিব। সানির সঙ্গে যোগাযোগ করার জন্য তাকেই দায়িত্ব দিয়েছি। আমি বাজেট নিয়ে ভাবছি না, ভাবছি কিভাবে দর্শককে হলে টেনে আনা যায়।

Comments

comments

%d bloggers like this: