ব্রাহ্মণপাড়া বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে জতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদ্যাপন

ব্রাহ্মণপাড়া বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে জতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদ্যাপন

সোহেল রানা।।
“পরিছন্ন হাত, সুন্দর ভবিষৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০১৭ উদ্যাপন করা হয়। এ উপলক্ষে গতকাল ৩০ অক্টোবর ব্রাহ্মণপাড়া ভগবান সরকারী উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও জন স্বাস্থ্য প্রকৌশলের আয়োজনে ব্র্যাক এর সহযোগিতায় বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও পরিছন্ন হাত ধোয়া অনুষ্টিত হয়। শুরুতে র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভগবান সরকারী উচ্চ বিদ্যালয় প্রঙ্গণে এসে আলোচনা সভায় যোগদেয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার জহিরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ ফেরদৌসুর রহমান। উপস্থিত ছিলেন ভগবান সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রৌশন আলী, সহকারী শিক্ষক সফিকুল ইসলাম, ব্র্যাক ওয়াশ কর্মসূচীর কর্মকর্তা নরেশ চন্দ্র গোলদার, মোঃ রমিজ উদ্দিন, ব্র্যাক যক্ষা নিয়ন্ত্রন কর্মসূচির কর্মকর্তা মাহমুদুর রহমান, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির মাঠ পরিদর্শক সাদেক মিয়া এবং বিদ্যালয়োর অন্যান্য শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ সহ আরো অনেকে। অনুষ্ঠানে ব্র্যাক কর্মকর্তাগন, শিক্ষার্থীদেরকে পরিছন্ন হাত ধোয়ার কৌশল শিখান এবং পরিস্কার পরিছন্নতার বিষয়ে বিভিন্ন দিকনির্ধেশনা মূলক পরামর্শ দেন।

Comments

comments

%d bloggers like this: