নব আলোক” কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করলেন-মুজিবুল হক মুজিব এমপি।
এম এ হাসান, কুমিল্লাঃ
সাংবাদিক নূরুল আলমের লেখা নব আলোক কাব্যগ্রন্থের শুভ উন্মোচন করেন সাবেক রেলপথ মন্ত্রী কুমিল্লা-১১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মুজিবুল হক মুজিব (এমপি)। ২৬শে ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ৯টায় রাজধানীর মন্ত্রী পাড়ায় ধলেশ্বরী বাসভবনে এই কাব্য গ্রন্থটির মোড়ক উন্মোচিত করা হয়।এসময় উপস্থিত ছিলেন মুজিবুল হক মুজিব এমপির ব্যাক্তিগত কর্মকর্তা সাংবাদিক এসএন ইউসুফ।চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী খোরশেদ আলম। উপজেলার শুভপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরএইচএম অপু। নাঙ্গলকোট উপজেলার পরিকোট গ্রামের ওমানের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফরিদ।নব আলোক কাব্য গ্রন্থের লেখক সাংবাদিক নূরুল আলম আবির সহ
আরো অনেকে।উল্লেখ্য সাংবাদিক নূরুল আলম আবির কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলায় সাংবাদিকতা ও বিভিন্ন কবিতা, গল্প, উপন্যাস লেখা-লেখি করে থাকেন।তার লেখায় প্রকাশিত উপন্যাসের মধ্যে উল্লেখযোগ্য উপন্যাস হলো স্বপ্নীল হাসি”” নতুন সকাল। যা পাঠকদের মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।আমাদের প্রতিনিধির সাথে মুঠোফোনে আলাপকালে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার কৃতি সন্তান সাংবাদিক নূরুল আলম আবির বলেন সত্যি ই আমি চির কৃতজ্ঞ মাননীয় সংসদ সদস্য মুজিবুল হক মুজিব এমপির প্রতি।পাশাপাশি স্বার্থক আমার লেখনী এই মহান মানুষটি কে পেয়ে।এটাই আমার জীবনের এযাবতকালের স্মরণীয় মূহুর্ত।সবশেষে তিনি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন মানবাধিকার প্রকাশন এর প্রতি উক্ত নব আলোক কাব্যগ্রন্থ টি প্রকাশ করার জন্য।