ব্রাহ্মণপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে সেলাই মেশিন বিতরণ

ব্রাহ্মণপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে সেলাই মেশিন বিতরণ

সোহেল রানা।।

বৃহত্তর কুমিল্লা জেলায় মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এ উপলক্ষে গতকাল ৩০ অক্টোবর উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভার ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে ব্রাহ্মণপাড়া উপজেলা মৎস্য অফিস। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জহিরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় উপ পরিচালক মোঃ লতিফুর রহমান, বৃহত্তর কুমিল্লা জেলায় মৎস্য উন্নয়ন প্রকল্পের পরিচালক মোঃ জাহিদ হোসেন, জেলা মৎস্য দপ্তরের সহকারী পরিচালক শওকত আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার লিসমা হাসান। পরিচালনা করেন দীর্ঘভূমি বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসেকুল ইসলাম রোমান। উপস্থিত ছিলেন চান্দলা ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তবা আলী শাহীন, মালাপাড়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ভূইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবুল বাশার, সহকারী মৎস্য অফিসার মঞ্জুরুল ইসলাম, মোঃ জহিরুল হক, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ অপু খান চৌধুরী সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মৎস্য জীবি গণ। অনুষ্ঠানে নিবন্ধিত জেলে পরিবারের মাঝে ৮০টি সেলাই মেশিন বিতরণ করা হয়। এ ছাড়াও ১০০ জন নিবন্ধিত জেলে, ১০ টি গ্রুপের মাঝে ১০ টি বড় জাল বিতরণ করা হয়েছে।

Comments

comments

%d bloggers like this: