ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

সোহেল রানা।। জঙ্গীবাদ, মাদক প্রতিকারে, জনতা পুলিশ এক কাতারে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ২৮ অক্টোর সারাদেশের ন্যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সকালে ব্রাহ্মণপাড়া ভগবান সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিতে কমিউনিটি পুলিশিং ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার সদস্য, জন প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে অথিতিরা উপজেলা মিলনায়তনে কমিউনিটি পুলিশিং কমিটি ও থানা পুলিশের আয়োজিত আলোচনা সভায় যোগদেয়। সভায় উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন আহাম্মদ মাষ্টার এর সভাপতিত্বে অফিসার ইনচার্জ (তদন্ত) সামস্উদ্দিন মোহাম্মদ ইলিয়াস এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য প্রধান করেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য প্রদান করেন সাবেক আইজিপি মোঃ আঃ রউফ। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) স¤্রাট খীসা, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব ও সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তফা ছারোয়ার খান, উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক ও শিদলাই আমীর হোসেন জোবেদা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, সদস্য সচিব মোঃ মনিরুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন থানা অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির। উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও জেলা আ’লীগের সদস্য সৈয়দ আব্দুল কাফী, মাধবপুর ইউপি চেয়ারম্যান মোঃ সুলতান আহাম্মদ, ব্রাহ্মণপাড়া সদর ইউপি চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, শিদলাই ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন মাহমুদ, চান্দলা ইউপি চেয়ারম্যান মোস্তবা আলী শাহীন, শশীদল ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন মাস্টার, দুলালপুর ইউপি চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান রিপন ভূইয়া, মালাপাড়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ভূইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ইদ্রিস মিয়া মাস্টার, শ্রমিক লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু সর্দার, সাধারন সম্পাদক গাজী আব্দুল হান্নান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোঃ বিল্লাল হোসেন সরকার, যুবলীগ বিআরডিবি চেয়ারম্যান মাসুদ আলী হায়দার, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আবদুল আলীম খান, সাধারন সম্পাদক ইসমাইল হোসেন নয়ন, যুবলীগ নেতা আমজাদ হোসেন ভূইয়া মেম্বার, ছাত্রলীগের আহবায়ক মোঃ আলী হোসেন, যুগ্ম আহবায়ক ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক বাপ্পী, যুগ্ম আহবায়ক নাজমুল হাসান শরীফ, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম সহ উপজেলা বিভিন্ন ইউপি প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃীবৃন্দ, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।

Comments

comments

%d bloggers like this: