আংকুর জাহানারা তাহের প্যালেসের নিমাণ কাজের শুভ উদ্ধোধন

আংকুর জাহানারা তাহের প্যালেসের নিমাণ কাজের শুভ উদ্ধোধন
স্টাফ রির্পোটার
আংকুর বিল্ডার্স লিমিটেড এর কুমিল্লাস্থ ২য় প্রকল্প ও কোম্পানির ৫ম প্রকল্প শহরের প্রাণ কেন্দ্রে কান্দিরপাড়স্থ টাওয়ার সংলগ্ন দত্ত হোস্টেল রোডে আংকুর জাহানারা তাহের প্যালেসের নির্মাণ কাজের শুভ উদ্ধোধন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে শুভ উদ্ধোধন করেন চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহবায়ক ও শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজালাল মজুমদার। কোম্পানির চেয়ারম্যান জহিরুল ইসলাম খানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মো.হারুন অর রশিদ মজুমদার,ব্যবসায়ী আব্দুস সাত্তার,কোম্পানির পরিচালক মো.আহসান উল্ল্যাহ,আবুল কালাম আজাদ প্রমুখ। ১০ তলা আবাসিক ভবন নির্মানে পেশাগত দক্ষতা,গুণগত মান,সঠিক ও সু-দক্ষ ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে নিশ্চয়তাসহ আধুনিক মানের এ্যাপর্টমেন্ট তৈরি মূল লক্ষ বলে জানিয়েছেন কতৃপক্ষ।

Comments

comments

%d bloggers like this: