চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২২

মিজানুর রহমান মিনু

কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও অন্তত ২২জন আহত হয়েছেন। গত শনিবার সকালে ও গত শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সৈয়দপুর এবং ঘিনাগাজী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন; বাসযাত্রী ফরিদপুর সদর থানার দীঘুনিয়া গ্রামের বানছারাজ সুত্রধরের পুত্র স্বপন কুমার সুত্রধর(৪৫) ও পাবনার আতাইকুলা থানার রঘুনাথপুর গ্রামের জিন্দার আলীর পুত্র আসাদ মল্লিক(৩৫)। আহতদের নাম জানা যায়নি। এ ব্যাপারে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আবুল হোসেন জানান, শুক্রবার রাত এগারটায় ঢাকামুখী ফরিদপুর এক্সপ্রেস নামের যাত্রীবাহী বাস ঘিনাগাজী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে যাত্রী স্বপন কুমার সুত্রধর ও আসাদ মল্লিক নিহত হন। এ সময় আহত হয়েছেন বাস চালক ও হেলপারসহ অন্তত ২০জন। নিহতরা চট্টগ্রাম থেকে বাড়ি যাচ্ছিলেন। আহতদের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। নিহতদের লাশ ও দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার শেষে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে।
অপরদিকে শনিবার সকালে সৈয়দপুর এলাকায় যাত্রীবাহী যমুনা বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক এবং হেলপার আহত হয়েছেন। তাদেরকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।

Comments

comments

%d bloggers like this: