ব্রাহ্মণপাড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে কৃষকের সর্বস্ব পুড়ে ছাই

ব্রাহ্মণপাড়া প্রতিনিধিঃ

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার গোপালনগর গ্রামের এক কৃষকের একটি ষাড়(গরু), ৪ টি ছাগল, নগত ২০ হাজার টাকাসহ বসত ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। আগুনে তার প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ওই কৃষক দাবী করে। সরেজমিন এলাকা ঘুরে জানা যায়, উপজেলার গোপালনগর কাশেম ভূইয়া বাড়ীর মৃত আবদুল আলীম ভূইয়ার ছেলে দিনমজুর কৃষক মোঃ আমির হোসেন প্রকাশ আবন ভূইয়ার বসত ঘরের বিদ্যুতের মিটার থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় ঘরে আগুন ধরে যায়। এসময় কৃষক এবং তার স্ত্রী ও ৫ সন্তানের কেহই ঘরে ছিল না। বিদ্যুতের আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে ঘরের একটি অংশের ভিতর একটি ষাড়(গরু), ৪ টি ছাগল আগুনে দগ্ধ হয়ে মরে যায়। ২৪ হাত দৈর্ঘ্য ও ৯ হাত প্রস্থ ঘরের মধ্যে থাকা ১৫ থেকে ২০ মণ ধান, ৮ থেকে ৯ মণ চাউল, ৩ টি খাট, ২ টি স্টিলের সুকেজ, টিভি, ফ্যান, লেপ-তোষক, কাপড়-চোপড়, হাড়ি-পাতিল এবং নগদ ২০ হাজার টাকাসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। আগুন তার রান্নাঘর সহ পাশে তার ভাইয়ের ঘরের বারান্দা পর্যন্ত ছড়িয়ে পড়ে। এলাকাবাসী এগিয়ে এসে প্রায় ২ থেকে আড়াইঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে ওই কৃষকের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহিরুল হক জানান, প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ কৃষককে অনুদান দেবার আশ্বাস প্রদান করেন

Comments

comments

%d bloggers like this: