চৌদ্দগ্রামে হাফেজিয়া মাদরাসার দ্বি-তল ভবনের নির্মাণ কাজের উদ্বোধন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুর ‘মাহমুদিয়া হোছাইনিয়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা’ এর ছাত্রাবাসের দ্বি-তল ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসান। মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি নজির আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা, পৌরসভার নবনির্বাচিত মেয়র জিএম মীর হোসেন মীরু, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, রাশেদা আখতার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাসিবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসির উদ্দিন, বাতিসা ইউপি চেয়ারম্যান জিএম জাহিদ হোসেন টিপু, কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, উপজেলা যুবলীগ নেতা আরিফুর রহমান টিপু, বাতিসা ইউনিয়ন আ’লীগের সভাপতি আবদুল বারিক, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী, বাতিসা ইউনিয়ন যুবলীগের সভাপতি আফতাবুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক কাউছার হামিদ বাশার, মাদরাসা পরিচালনা সদস্য ডাঃ আমিন উল্লাহ, ইউপি মেম্বার আবদুল মতিনসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। 

Comments

comments

%d bloggers like this: