প্রধান গোলরক্ষক রোমেরোকে হারালো আর্জেন্টিনা

শুরুতেই হোচট খেলো আর্জেন্টিনা। হাঁটুর চোটে খেলা হচ্ছেনা দলের প্রধান গোলরক্ষক সার্জিও রোমেরোর। আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন (এএফএ) এক টুইটার বার্তায় জানিয়েছে, বিশ্বকাপে ২৩ জনের দল থেকে বাদ যাচ্ছেন রোমেরো।
২০১০ ও ২০১৪ বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করা অভিজ্ঞ এই গোলরক্ষক মঙ্গলবার বুয়েনস এইরসে অনুশীলনের সময় চোট পান। এএফএ জানিয়েছে, তার ডান হাঁটুতে ব্লকেজ ধরা পড়েছে। অস্ত্রোপচার করাতে হবে।
এ মৌসুমের সফল স্টাইকার মাওরো ইকার্দিকে ছাড়া দল ঘোষণা করে এমনিতেই তোপের মুখে রয়েছে এএফএ। এরমধ্যে প্রধান গোলরক্ষককে হারিয়ে আরো একটা বড় ধাক্কা খেলো গতবারের ফাইনালিস্টরা।

Comments

comments

%d bloggers like this: