কলাবাগান বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে ৩০তম বার্ষিক কোর আন মাহফিল অনুষ্টিত
মোঃ সফিউল আলম
চৌদ্দগ্রাম উপজেলা ৪নংশ্রীপুর ইউনিয়ন কলাবাগান বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে ৩০তম বার্ষিক কোর আন মাহফিল অনুষ্টিত উক্ত মাহফিলে প্রধান মোফাচ্ছির হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ আবু ছুফিজয়ান খাঁন আবেদী আল্ কাদেরী পীর সাহেব প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহবায়ক ৪নংশ্রীপুর ইউনিয়ন পরিষদ ইউপি চেয়ারম্যান শাহ জালাল মজুমদার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১নংকাশিনগর ইউনিয়ন পরিষদ ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন , উক্ত মাহফিলটি সভাপতিত্ব করেন বড় কাছনাইর আলহাজ্ব সুফি আবদুল মন্নান মোল্লা। পরিচালনা করেন কলাবাগান বাজার বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা সামছুল আলম