নৈরাজ্য সৃষ্টি কারিদেরকে কোন ছাড় দেয়া হবে না-চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি
চৌদ্দগ্রাম সংবাদদাতা
পুলিশের চট্টগ্রাম র্যাঞ্জের ডিআইজি ড.এস এম মনির উজ্জামান বিপিএম, পিপিএম বলেন, আদালতের বিষয়টা কেউ যদি রাস্তায় এনে জননিরাপত্তা, রাষ্ট্রনিরাপত্তার বিঘিœত করতে চান, বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান, নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টি করতে চান- তাদের ছাড় দেয়া হবে না।
তিনি আরো বলেন, অতিতে রাজাকার-আলবদরা মহাসড়কে অনেক তান্ডব চালিয়েছিল। জনগণের সহযোগিতায় আমরা সেটা রুখতে সক্ষম হয়েছি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্ল্যেখ করে ডিআইজি মনির উজ্জামান বলেন, এই মহাসড়কের প্রতিটি পয়েন্টে পয়েন্টে পুলিশ দাঁড় করানো সম্ভব নয়। আপনাদের কাছে অনুরোধ থাকবে যে, তথ্য দিয়ে আমাদেরকে সাহায্য করুন আমরা নাশকতাকারীদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করবো। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় চৌদ্দগ্রাম বাজারে এক পথসভায় এসব কথা বলেন। এ সময় আরো বক্তব্য রাখেন পৌরসভার মেয়র মিজানুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, আওয়ামীলীগ নেতা জি এম মীর হোসেন মিরু, ইউপি চেযারম্যান জাহিদ হোসেন টিপু প্রমুখ।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সারোয়ার, নিস্কৃতি, মাহমুদা, সহকারী পুলিশ সুপার আকলিমা, চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ আবুল ফয়সলসহ পুলিশ ও আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।