চৌদ্দগ্রামে উপজেলা নির্বাচনে মনোনয়ন কিনলেন ৩ প্রার্থী
স্টাফ রিপোর্টার: চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে তিন প্রার্থী মনোনয়ন পত্র কিনেছেন।
রোববার উপজেলা নির্বাচন অফিস থেকে উপজেলা চেয়ারম্যান পদে আবদুস সোবহান ভুঁইয়া হাসান, ভাইস চেয়ারম্যান পদে এবিএম এ বাহার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাশেদা আখতার নির্বাচন অফিস থেকে মনোনয়ন পত্র গ্রহন করেন। বর্তমানে তারা তিনজনই চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছেন।
মনোনয়নপত্র গ্রহণকালে পৌর মেয়র মিজানুর রহমান ও উপজেলা যুবলীগের আহবায়ক শাহজালাল মজুমদারসহ বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী ৩১ মার্চ রোববার চৌদ্দগ্রামসহ ১২২ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।