চৌদ্দগ্রামে সবজি ক্ষেতে পানি দেয়ার সময় বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু

চৌদ্দগ্রামে সবজি ক্ষেতে পানি দেয়ার সময় বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু
কামাল হোমেন নয়ন
কুমিল্লা চৌদ্দগ্রামে সবজি ক্ষেতে পানি দেয়ার সময় বিদ্যু স্পৃষ্ট হয়ে ইমাম হোসেন(৪২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের ছেরাজুল ইসলামের পুত্র এবং ফেলনা কেন্দ্রীয় জামে মসজিদের ক্যাশিয়ার। গতকাল মঙ্গলবার দুপুরে বাড়ির পাশ^বর্তী ক্ষেতে এ দুর্ঘটনা ঘটে।নিহতের ভাতিজা আবুল হোসেন জানান, ইমাম হোসেন সবজি ক্ষেতে পানি দেয়ার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে গুরুতর আহত হন। অবস্থা বেগতিক দেখে তাৎক্ষণিক পরিবারের সদস্যরা তাকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক ইমামকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Comments

comments

%d bloggers like this: