ব্লু হোয়েল গেমস-এর তথ্য জানাতে ক্লিক করুণ ২৮৭২ নম্বরে

ব্লু হোয়েল একটি ইন্টারনেটভিত্তিক গেমস। আর ওই গেমস ইতোমধ্যে বাংলাদেশে হানা গিয়েছে। প্রাণ কেড়ে নিয়েছে এক স্কুল শিক্ষার্থীর। তাই ব্লু হোয়েল কিংবা এর মতো জীবনবিনাশী কোনো গেইমের বিষয়ে কোনো তথ্য কেউ পেলে ২৮৭২ নম্বরে ফোন করে তা জানাতে বলেছে বিটিআরসি।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, ‘বর্তমানে ইন্টারনেটের বিভিন্ন সামাজিক মাধ্যম ওয়েব লিংক/এড্রেস/গ্রুপ এবং অ্যাপস এর মাধ্যমে অনলাইনে বিভিন্ন ক্ষতিকর আসক্তিমূলক, জীবন হানিকর, গেমস পরিচালিত হচ্ছে।

এসকল ওয়েব লিংক/এড্রেস/গ্রুপ ব্যবহার করে স্কুল কলেজের শিক্ষার্থী, কিশোর-কিশোরী ও উঠতি বয়সের তরুণ-তরুণীরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে পরিবারের সদস্যবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সর্বস্তরের জনগণের ব্যাপক সচেতনতা প্রয়োজন।

‘সচেতনতা বৃদ্ধির জন্য “ক্ষতিকারক মোবাইল বা অনলাইন গেমস/লিংক/অ্যাপস থেকে সন্তানকে বিরত রাখুন। এ সংক্রান্ত ওয়েব লিংক/এড্রেস/অ্যাপস এর তথ্যাদি অফিস সময়ে ২৮৭২ নম্বরে ফোন করে বিটিআরসিকে অবহিত করুন।’

Comments

comments

%d bloggers like this: