বুড়িচংয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরুদ্ধে মহিলা সমাবেশ
আক্কাস আল মাহমদু হৃদয়,বুড়িচং
প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ, সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে গত সোমবার বুড়িচং উপজেলার কাবিলা জুনাব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কুমিল্লা জেলা তথ্য অফিস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সিনিয়র তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবির। মোকাম ইউনিয় চেয়ারম্যান ফজলুল হক মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপেজলা সহকারী শিক্ষা অফিসার নুরজাহান আক্তার, সহকারী শিক্ষা অফিসার আতিকুর রহমান, সু-শাসনের জন্য নাগরিক (সুজন) বুড়িচং উপজেলা শাখা সভাপতি মো: মোসলেহ উদ্দিন, কাবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফজলুল বারি । স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়েল প্রধান শিক্ষিকা ফয়জুন্নেসা সীমা। এছাড়া মহিলা সমাবেশে আরো বক্তব্য রাখেন লোকমান হোসেন মেম্বার , সাংবাদিক ও কবি আক্কাস আল মাহমুদ হৃদয়, জয়নাল আবেদীন মেম্বার, শিক্ষক নেতা হাবিবুর রহমান ।এছাড়া অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক সহ এলাকার মান্যগণ্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।