বাংলাদেশ কবি সভা কুমিল্লা জেলা শাখায় সাহিত্য আড্ডা ও স্ব-রচিত কবিতা পাঠের আসর
আক্কাস আল মাহমুদ হৃদয়
১৬ অক্টোবর সোমবার বিকেল ৪টায় বাংলাদেশ কবি সভা কুমিল্লা জেলা শাখার কর্তৃক আয়োজিত মাসিক সাহিত্য আড্ডা ও স্ব-রচিত কবিতা পাঠের আসর কুমিল্লা রেইসকোর্স স্টার্ন প্লাজার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কবি সভা কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা ও অবসর প্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার কবি আব্দুল মান্নান এর সভাপতিত্বে কবি সভা সাহিত্য আড্ডা ও স্ব-রচিত কবিতা পাঠের আসরে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সভাপতি কবি নাজমুল হাসান রানা।
কুমিল্লা জেলা শাখার কার্যনির্বাহী কমিটির পূর্ণগঠন, সামাজিক কার্যক্রমসহ সংগঠনের মান উন্নয়নের লক্ষে গুরুত্বপূর্ণ আলোচনা শেষে স্ব-রচিত কবিতা পাঠ করেন জেলা কবি সভার সাধারন সম্পাদক কবি ইব্রাহিম খলিল, অর্থ সম্পাদক সাংবাদিক আক্কাস আল মাহমুদ হৃদয়, সহ-সম্পাদনা ও প্রকাশনা সম্পাদক কবি প্রিন্স চাঁদের কনা, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কবি নূর মোহাম্মদ নয়ন, সদস্য কবি ওম্মে সাবিহা সিকন, কবি রোকসানা সুখি, কবি সাফায়াত আহম্মেদ, কবি ফখরুল ইসলাম খানসহ অন্যান্য গুণী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।