তিন টাকায় ডিম পেতে ‘যুদ্ধে’ রাজধানীবাসী!
‘‘ডিম চাই ডিম চাই, আর কোনো দাবি নাই,’’, ‘‘ডিম চোর, ডিম চোর’, ‘ডিম চোরের বিচার চাই, ডিম ডিম ডিম চাই’’ স্লোগানে মুখরিত রাজধানীর খামারবাড়ি এলাকা। মাত্র তিন টাকা পিস ডিম পেতে সেখানে ভিড় জমিয়েছেন লাখো মানুষ।
শুক্রবার আন্তর্জাতিক ডিম দিবস উপলক্ষে খামারবাড়িস্থ কৃষিবিদ ইন্সিটিটিউিটে মাত্র তিন টাকা পিস ডিম বিক্রির আয়োজন করে বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) ও প্রাণিসম্পদ অধিদপ্তর। সকাল ১০টা থেকে ডিম বিক্রির কথা থাকলেও ক্রেতাদের চাপের মুখে নয়টা থেকেই বিক্রি শুরু হয়। জনপ্রতি সর্বোচ্চ ৯০টি করে ডিম দেয়ার কথা ছিল। ক্রেতাদের ভিড় দেখে আয়োজকরা ২০টির প্যাকেট করে। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। হুড়োহুড়ির মুখে শুরুর কিছুক্ষণের মধ্যেই ডিম বিক্রি বন্ধ করে দিতে বাধ্য হন আয়োজকরা। ধাক্কাধাক্কিতে ভেঙে পড়ে ডিম বিতরণের জন্য তৈরি মঞ্চ।
এ সময় সেখানে উপস্থিত অনেকে তামাশা করেও স্লোগান দেন, ‘এবারের সংগ্রাম ডিম পাওয়ার সংগ্রাম।’ অনেকে আবার ব্যস্ত সড়কে এই কর্মসূচির তীব্র সমালোচনাও করেন।