রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে কুমিল্লার বিভিন্ন স্থানে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট।।
রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতন, খুন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে কুমিল্লার বিভিন্নস্থানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। কুমিল্লার লাকসামে মানববন্ধন করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন, ব্রাহ্মণপাড়ার মোশারফ হোসেন খান চৌধুরী কলেজে মানববন্ধন করেছে কলেজের শিক্ষক ও ছাত্ররা। এদিকে প্রশাসনের অনুমতি না নিয়ে ইসলামী সংগঠন জমিয়াতে উলামায়ে মানববন্ধন কর্মসূচি পালন করতে গেলে তা পুলিশের বাধার মুখে পড়ে। আমাদের লাকসাম প্রতিনিধি জানান,
বাংলাদেশ মানবাধিকার কমিশন কুমিল্লা আঞ্চলিক শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার লাকসাম বাইপাসে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন বৃহত্তর কুমিল্লা আঞ্চলিক শাখার সভাপতি মোঃ মাহমুদুল হাসান রোম্মান। মানববন্ধনে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মোঃ হারুনুর রশিদ খাঁন, সাংগঠনিক সম্পাদক কাজী মাসউদ আলম, লাকসাম পৌরসভা বাংলাদেশ মানবাধিকার কমিশনের সভাপতি মোঃ রফিকুল ইসলাম হেলাল, যুগ্ম সম্পাদক মোঃ তোফায়েল আহমেদ মাসুদ, ডা: মো: মীর হোসেন, দপ্তর সম্পাদক তমিজ উদ্দিন আহম্মেদ চুন্নু, মহিলা বিষয়ক সম্পাদিকা শিরিন আক্তার, মানবাধিকার কর্মী মোঃ জাকির হোসেন, মোঃ সফিউল আলম (সুমন), মোঃ আফজালুর রহমান, মোঃ নজরুল ইসলাম ফিরোজ, মোঃ মোশারফ হোসেন, মোঃ আবদুল মোমিন কামাল, আবু জাফর মোঃ সালেহ, আলহাজ্ব মোঃ আব্দুল মালেক, আলহাজ্ব অজি উল্ল্যাহ, আব্দুর রহিম, আশরাফুল আলম, আব্দুল আউয়াল প্রমুখ।
ব্রাহ্মণপাড়া প্রতিনিধি জানান, অমানবিক নির্যাতনে হত্যা ও পরিকল্পিতভাবে দেশ ত্যাগে বাধ্য করা রোহিঙ্গা মুসলিমদের বাঁচাতে ‘জাগ্রত হউক বিশ্ব মানবতা’ এ স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণপাড়া উপজেলা সদরে অবস্থিত মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের আয়োজনে কলেজের সামনে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মানববন্ধন গতকাল মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেনের নেতৃত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক কবির আহাম্মদ, সহকারী অধ্যাপক মানস কুমার রায়, সহকারী অধ্যাপক হুমায়ূন কবির, প্রভাষক শরীফ মোহাম্মদ রেজা, লিপি সরকার, নাছরিন সুলতানা, তৈয়ব আলী, শহিদুল ইসলাম, মাহবুবুর রহমান লিটন, জামাল হোসাইন, মুক্তার হোসেন, আক্তার ফারুক, মমিনুল হক ভূইয়া, আয়েশা নূর, কাউছার আহাম্মদ, রফিকুল ইসলামসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
সদর দক্ষিণ প্রতিনিধি জানান, গতকাল বাদ আছর পূর্বঘোষিত সূচি অনুযায়ী মানববন্ধন কর্মসূচি পালনের জন্য কুমিল্লা প্রেস ক্লাবের সামনে সমবেত হয় জমিয়াতে উলামায়ে ইসলাম। প্রশাসনের অনুমতি না নিয়ে মানববন্ধনের আয়োজন করায় তা পুলিশের বাধার মুখে পড়ে প- হয়ে যায়। মানববন্ধনে উপস্থিত কেন্দ্রীয় জমিয়াতের যুগ্ম মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন ইকরাম সাংবাদিকদের বলেন, মানবিক বিষয়ে পুলিশ প্রশাসনের ছাড় দেয়া দরকার ছিল।

Comments

comments

%d bloggers like this: