(কুবি)তে চৌদ্দগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবীণ বরণ।
এম এ হাসান, কুমিল্লাঃ
“এসো মিলি প্রাণের টানে”’সম্প্রীতির বন্ধনে’ প্রতিপাদ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার শিক্ষার্থীদের সংগঠন চৌদ্দগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নাম্বার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।চৌদ্দগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর সভাপতি মাঈনুল হোসেন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষানীতির নৈতিকতা ধারাবাহিক ভাবে বজায় রাখার পরামর্শ মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন।উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর রসায়ন বিভাগের প্রভাষক রবিউল আলম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সহ-সভাপতি জিয়াউদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নূরুল করিম চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ব্যক্তিগত সহকারী হোসাইন মোরশেদ ফরহাদ সহ প্রমুখ। এসময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কর্মরত চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী সহ চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।আমন্ত্রিত অতিথি বৃন্দের উপস্থিতি তে নবীণ শিক্ষার্থীদের বরণ করা ও প্রবীণ দের বিদায় পর্ব শেষ করা হয়।বিদায় পর্ব শেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যায়নরত শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।