রাজনীতি নিজের জন্য করিনি,রাজনীতি করেছি চৌদ্দগ্রামের উন্নয়নের জন্য-মুজিবুল হক।


এম এ হাসান, কুমিল্লাঃ
একটি দারিদ্র্য সাধারণ পরিবারে আমার জন্ম।একজন খাঁটি কৃষকের সন্তান হয়ে কোনদিন কল্পনা ও করিনি আল্লাহ পাক আমাকে এতটা সম্মান প্রদান করবে।কিন্তু আল্লাহর রহমত আর আপনাদের ভোটে আমি নির্বাচিত হয়ে এই চৌদ্দগ্রাম উপজেলাকে উন্নয়নের এক মহা বিপ্লবে সাজিয়েছি।আজ সারা দেশে চৌদ্দগ্রাম উপজেলা এক উন্নয়নের রোল মডেল।প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে সংসদের হুইপ, প্রতিমন্ত্রী, পূর্ণ মন্ত্রী সহ নানা দায়িত্বে সম্মানিত করেছেন, আর এই সকল সম্মানের একমাত্র দাবিদার এই চৌদ্দগ্রাম উপজেলার জনগন।আর তাই রাজনৈতিক অঙ্গনে আজকের এই দিন পর্যন্ত নিজের জন্য কোন চাওয়া পাওয়া নয়,একটাই চাওয়া এই চৌদ্দগ্রাম উপজেলার ধারাবাহিক উন্নয়ন কর্মকাণ্ড মৃত্যু পর্যন্ত করে যেতে চাই।কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলায় ২৭এপ্রিল শনিবার সকাল ১১ ঘটিকার সময় কালিকাপুর ইউনিয়নের ধর্মপুর নাজিম আলী স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান কালে এসব কথা বলেন সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব (এমপি) এসময় সংসদ সদস্য অত্র প্রতিষ্ঠান এর সকল অসমাপ্ত কাজ করে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক ভিপি, ধর্মপুর নাজিম আলী স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার এর সভাপতিত্বে ও ইউপি সদস্য শওকত আকবর এর উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসান, চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান, কুমিল্লা জেলা পরিষদের সদস্য ফারুক আহমেদ মিয়াজী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহবায়ক শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার, উজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন খোরশেদ, কাশিনগর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোশারেফ হোসেন, ঘোলপাশা ইউপি চেয়ারম্যান কাজী জাফর আহমেদ, চৌদ্দগ্রাম উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সর্দার, সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন বাচ্চু, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এএসএম শাহীন মজুমদার, কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন মজুমদার, ধর্মপুর নাজিম আলী স্কুল এন্ড কলেজ এর ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আব্দুল বারী, সহ প্রমুখ। আমন্ত্রিত অতিথি বৃন্দের বক্তব্য ও অনুষ্ঠান সভাপতি ভিপি মাহবুব হোসেন মজুমদার এর বক্তব্য প্রদান শেষে, প্রধান অতিথি সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাজে পুরুষ্কার বিতরণ করেন।উক্ত অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ও চৌদ্দগ্রাম উপজেলার আওয়ামী সহযোগী সংগঠন এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ছাত্র/ছাত্রীর অভিভাবক বৃন্দ।

Comments

comments

%d bloggers like this: