চৌদ্দগ্রামে অজ্ঞাত লাশ উদ্ধার
মিজানুর রহমান মিনু: কুমিল্লার চৌদ্দগ্রামে দুই দিন পূর্বে পরিচয়হীন যুবকের লাশ উদ্ধারের পর এবার ছিন্নবিচ্ছিন্ন আরেকটি লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১ মার্চ) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন নালঘর রাস্তার মাথা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুরনো কাপড় ও একটি জ্যাকেট পরিহিত লাশটি চলিশোর্ধ মহিলার বলে ধারণা করছে পুলিশ।
মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মঞ্জুরুল ইসলাম জানান, শুক্রবার ভোরে এএসআই আবুল খায়ের অজ্ঞাত পরিচয়হীন ছিন্নবিচ্ছিন্ন লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মাথার চুল এবং হাত দেখে ধারণা করা হচ্ছে লাশটি কোন মহিলার।
উল্লেখ, গত বুধবার (২৭ ফেব্রুয়ারী) সকালে মাথায় ও পায়ে আঘাতযুক্ত রক্তমাখা অজ্ঞাত পরিচয়ের একটি লাশ উদ্ধার করে চৌদ্দগ্রাম থানা পুলিশ। অবশ্য, পরে সে লাশের পরিচয় পাওয়া যায়। সে উপজেলার শুভপুর ইউনিয়নের ফকিরহাটের মো. রফিকুল ইসলামের ছেলে সোলেমান বলে জানা যায়।