চৌদ্দগ্রামে গুনবতী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত

মিজানুর রহমান মিনু: কুমিল্লার চৌদ্দগ্রামে গুনবতী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।উক্ত নির্বাচনে আট সদস্য বিশিষ্ট প্যানালের মধ্যে অভিভাবকদের ভোটে ১৬৬ ভোট পেয়ে র‌্যাংকিংয়ে ১ম স্থান অধিকার করেন আনোয়ার উল্ল্যাহ ফোরকান, ১৬৩ ভোট পেয়ে ২য় স্থান অধিকার করেন এ.এইচ.এম নুরুন্নবী, ১৪৫ভোট পেয়ে ৩য় স্থান অধিকার করেন জাহাঙ্গীর আলম, ১২৩ভোট পেয়ে ৪র্থ স্থান অধিকার করেন নাছির আহম্মেদ, ১১১ভোট পেয়ে ৫ম স্থান অধিকার করেন নুর হোসেন ও মজিবুর রহমান, ১০০ ভোট পেয়ে ৬ষ্ঠ স্থান অধিকার করেন আব্দুক মুনাফ, ৮১ ভোট পেয়ে ৭ম স্থান অধিকার করেন শাহ জাহান

প্রার্থীরা জানান স্কুল কমিটির নির্বাচন অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে।আমাদের প্রার্থীদের মধ্যে কোন রকম অপ্রীতিকর ঘটনা সৃষ্টি হয়নি। আমরা অভিভাবকদের ভোটের মাধ্যমে সবার যোগ্যতা বলে বিভিন্ন র‌্যাংকের জয়ী হয়েছি

নির্বাচন পর্যবেক্ষণ করে চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গুনবতী ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আহমেদ ভূঁইয়া খোকন, বিদ্যালয়ের সভাপতি নাছির উদ্দিন মোল্লা, গুনবতী ডিগ্রী কলেজের সাবেক ভিপি আবুল খায়ের, চৌদ্দগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজহারুল ইসলাম প্রমূখ।

গুনবতী ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আহমেদ ভূঁইয়া খোকন এবং গুনবতী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নাছির উদ্দিন মোল্লা সাংবাদিক সাক্ষাৎকালে বলেন দলমত নির্বিশেষে এ নির্বাচন গনতান্ত্রিক প্রক্রিয়ায় সম্পূর্ণ হয়েছে। ভোটারা সবার পছন্দের প্রার্থীদের ভোট দিতে পেরেছে। তারা আরো বলেন, এ নির্বাচন প্রক্রিয়া বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে অব্যাহত থাকলে দেশে শিক্ষারমান আরোও গতিশীল হবে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলা গড়তে আমরা এগিয়ে আসতে পারব।সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা তাদের ন্যায্য অধিকার পাবে ছাত্রছাত্রীরা পড়াশুনার ভাল পরিবেশ পাবে বলে তারা দাবী করেন।

Comments

comments

%d bloggers like this: