উত্তেজনাপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার সিরিজ, কখন কোন চ্যানেলে দেখবেন

স্পোর্টস ডেস্ক-

স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগারদের দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হতে আর ২৪ ঘণ্টাও বাকি নেই।উত্তেজনাপূর্ন এই লড়াই দেশের বেশির ভাগ ক্রিকেটপ্রেমীদের ঘরে বসেই দেখতে হবে।কিন্তু খেলা কখন,কোন চ্যানেলে দেখাবে কিছু জানেন?

এই সিরিজের খেলাগুলো গাজী টিভির মাধ্যমে বাসায় বসে উপভোগ করতে পারবে বাংলাদেশের দর্শকরা। গাজী টিভির পাশাপাশি বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা সফরের খেলাগুলো সরাসরি দেখা যাবে দেশের আরো দু’টি চ্যানেলে। মাছরাঙ্গা টেলিভিশনের পাশাপাশি বিটিভির পর্দায়ও দর্শকরা এই সিরিজের সবকয়টি খেলা সরাসরি দেখতে পাবে।

উল্লেখ্য, টেস্ট ও ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচ বাংলাদেশ সময় অনুযায়ী দুপুর ২টা থেকে শুরু হবে। অন্যদিকে, দু’দলের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি রাত ১০টায় ও সফরের শেষ টি-টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ সময়ানুযায়ী সন্ধ্যা ৬.৩০ মিনিট থেকে শুরু হবে।

Comments

comments

%d bloggers like this: