চৌদ্দগ্রামে ২সন্তানের জননীর রহস্য জনক মৃত্যু,পরিকল্পিত হত্যার অভিযোগ

এম এ হাসান
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলায় ২ সন্তান এর জননীর রহস্য জনক মৃত্যু সংবাদ এলাকাজুড়ে ব্যপক আলোড়ন সৃষ্টি করেছে। জানা যায় যে চৌদ্দগ্রাম উপজেলার ৫নং শুভপুর ইউনিয়নের উত্তর হাজারী পাড়া গ্রামের ২টি অবুজ সন্তান এর জননী খাদিজা বেগম ২৫ গত সোমবার রাত আনুমানিক ১০টায় মর্মান্তিক ভাবে মৃত্যু বরন করেন। সরজমিনে গিয়ে জানা যায় উপজেলার ৫নং শুভপুর ইউনিয়নের হাজারীপাড়া গ্রামের আব্দুল জলিল এর সাথে একই ইউনিয়নের পোটকরা গ্রামের খাদিজা বেগম এর সহিত বিবাহ বন্ধনে আবদ্ধ হন , বিয়ের পর কিছুদিন প্রবাসে থাকার পর আব্দুল জলিল দেশে চলে আসেন একেবারে এরপর থেকে সংসারে চলে নানা নির্যাতন। প্রতিবেশী মহিলাদের উপস্হিত বর্ণনা এমন যে প্রতিদিন ই সামান্য ব্যপার নিয়ে কথা কাটাকাটির বিষয়টা ছিল নিত্য দিনের রুটিন।নিহত খাদিজা বেগম এর সংসারে ১ টি ২ বছরের কন্যা ও ৯ মাসের একটি পুত্র সন্তান আছে।নিহত লাশের পাশে ও স্বামী আব্দুল জলিল এর বাড়ীতে প্রতিবেশী ও নিহত খাদিজার বাপের বাড়ী থেকে আসা ভাই বোন আত্বীয় স্বজনের আহাজারি দেখা গেলে ও সু-দীর্ঘ ঘন্টার পর ও দেখা মিললোনা নিহতের স্বামি কিংবা তার পরিবারের কোন সদস্য কে।তাৎক্ষনিক সকলের একসাথে অনুপস্হিত এর বিষয় নিয়ে নানা আলোচনা সমলোচনা হয়।নিহতের বৃদ্ধ মা কে শুধু দেখা গেল লাশের পাশে বসে বুক পাটা আর্তনাদ করতে।স্হানীয় প্রতিবেশীর নিকট থেকে জানা গেল নিহতের স্বামী আঃজলিল চৌদ্দগ্রাম থানায় অবস্হান নিচ্ছেন এলাকার ২/১ জন সহকারে।উনার থানায় অবস্হানের বিষয় টি জানতে মোবাইল এ চেষ্টা করেও নাম্বার টি বন্ধ পাওয়া গেল।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার এস আই মাহবুব জানান খবর পেয়ে লাশ পোস্ট মর্টেম করার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হইছে।রির্পোট আসলে জানা যাবে হত্যা না আতœহত্যা।তবে তার স্বামী তাকে মারধর করতো তা জানা গেছে।

Comments

comments

%d bloggers like this: