ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতা ঠেকাতে পৌর চৌদ্দগ্রাম আ’লীগ বিক্ষোভ মিছিল
চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় যে কোন ধরনের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি প্রস্তুত রয়েছে আ’লীগ ও অঙ্গ সংগঠন সমূহের নেতাকর্মীরা। উপজেলা আ’লীগ সূত্রে জানা গেছে, রেলমন্ত্রী মুজিবুল হক এমপির নির্দেশে বৃহস্পতিবার সকাল থেকে আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা নাশকতা ঠেকাতে চৌদ্দগ্রাম বাজারে অবস্থান নেয়। দুপুরে উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র মিজানুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগ নেতা মমিনুর রহমান ফটিক, উপজেলা আ’লীগ নেতা জিএম মীর হোসেন, ইদ্রিস মিয়াজী, পৌর যুবলীগ সভাপতি আবদুল হক, কাউন্সিলর আলহাজ্ব নজরুল ইসলাম কামাল, কাজী বাবুল, সাইফুল ইসলাম শাহীন, উপজেলা শ্রমিকলীগ নেতা জামাল পাটোয়ারী, যুবলীগ নেতা মোতাহের হোসেন ঝুমন, মাসুদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।