কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সহকারী প্রক্টর হিসেবে যোগদান করলেন চৌদ্দগ্রামের কৃতিসন্তান রবিউল আলম রোমান

 

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্বিববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে যোগদান করেছেন চৌদ্দগ্রামের কৃতিসন্তান রবিউল আলম রোমান। তিনি গত রবিবার (১৭ সেপ্টেম্বর) কুমিল্লা বিশ^বিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে যোগদান করেন। রবিউল আলম রোমান চৌদ্দগ্রাম পৌরসভার সোনাকাঠিয়া আদর্শ গ্রামের মো ঃ সফিকুল ইসলাম ও শাহেনা বেগমের পুত্র। রোমান ২০০৫ সালে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়ে এসএসসি এবং ২০০৭ সালেও বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়ে এইচএসসিতে উত্তীর্ণ হয়। অত:পর সে চট্রগ্রাম বিশ^বিদ্যালয় থেকে রসায়ন বিভাগে রেকর্ড সিজিপিএ পেয়ে অনার্স ও মাষ্টার্স শেষ করে। ২০১৬ সালের ২৪ শে জুলাই রসায়ন বিভাগের প্রভাষক হিসেবে কুমিল্লা বিশ^বিদ্যালয়ে যোগদান করেন। এ কৃতিত্বের জন্য তিনি পিতা-মাতার এবং স্কুল ও কলেজ জীবনের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Comments

comments

%d bloggers like this: