সাকিব আল হাসান নেমে গেছেন তিন নম্বরে

২০১৬-১৭ অর্থবছরেও খেলোয়াড়দের মধ্যে সেরা করদাতা হয়েছেন তামিম ইকবাল। আগেরবারও তিনি সেরা ছিলেন। এবার পরিবর্তন এসেছে পরের দুইটি স্থানে। তিন নম্বরে নেমে গেছেন সাকিব আল হাসান, দুইয়ে উঠে এসেছেন মাশরাফী বিন মোর্ত্তজা।

দেশে খেলোয়াড়দের মধ্যে গত অর্থবছরেই প্রথমবারের মত সম্মানসূচক ট্যাক্স কার্ড চালু করা হয়।

সেরা করদাতা হিসেবে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৪১টি ট্যাক্স কার্ড দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর মধ্যে ব্যক্তি রয়েছেন ৭৬ জন, বাকিগুলো প্রতিষ্ঠান। সবার নামের তালিকা উল্লেখ করে প্রজ্ঞাপন প্রকাশ করেছে এনবিআর।

নীতিমালা অনুযায়ী, ট্যাক্স কার্ডধারীদের সরকার বিভিন্ন জাতীয় অনুষ্ঠান এবং সিটি কর্পোরেশন ও পৌরসভাসহ স্থানীয় সরকার আয়োজিত নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ জানাবে। যেকোনো ভ্রমণে সড়ক, বিমান বা জলপথে টিকিট পাওয়ার ক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবেন। স্ত্রী-স্বামী, নির্ভরশীল পুত্র-কন্যা নিজেদের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে অগ্রাধিকার ভিত্তিতে কেবিন সুবিধাও দেওয়া হবে। এ ছাড়া বিমানবন্দরে সিআইপি লাউঞ্জ ব্যবহার এবং তারকা হোটেলসহ সব আবাসিক হোটেলে বুকিং পাওয়ার ক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবেন। ট্যাক্স কার্ড দেওয়ার পর থেকে এর মেয়াদ থাকবে এক বছর।

Comments

comments

%d bloggers like this: