ব্রাহ্মণপাড়ায় বিপুল পরিমানে গাজাসহ মাদক ব্যবসায়ী সাদেক গ্রেফতার
সোহেল রানা ॥ কুখ্যাত মাদক ব্যবসায়ী সাদেককে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। এ সময় পুলিশ তার কাছ থেকে বিপুল পরিমানে গাজা উদ্ধার করে। থানা পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির ও অফিসার ইনচার্জ (তদন্ত) সামস্উদ্দিন মোহাম্মদ ইলিয়াস এর নেতৃীত্বে এস আই তীথংকর দাশ এবং এ এস আই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে গত ১ নভেম্বর মধ্যরাতে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ সাদেক (৪৭) কে তার নিজ বসত ঘর থেকে গ্রেফতার করে। এসময় পুলিশ তার কাছ থেকে ভারতীয় মাদক দ্রব্য ২শ কেজি গাজা উদ্ধার করে। গ্রেফতারকৃত মোঃ সাদেক ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের উত্তর শশীদল গ্রামের কাজীম উদ্দিন সর্দার বাড়ীর মোঃ তৈয়ব আলী ছেলে। তার বিরোদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদক আইনে মামলা হয়েছে। মামলা নাম্বার-০৩, তারিখ- ০২/১১/২০১৭ইং। এই ব্যাপারে থানা অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির সত্যতা নিশ্চিত করেন।