লালমাই প্রেস ক্লাবের কমিটি গঠন

লালমাই (কুমিল্লা) প্রতিনিধি
দৈনিক একুশে সংবাদ’র সম্পাদক মোহাম্মদ শাহজাহান মজুমদারকে সভাপতি, দৈনিক অর্থনীতির কাগজ’র লালমাই প্রতিনিধি মো: কামাল হোসেন কে সাধারন সম্পাদক এবং দৈনিক মানবজমিন’র লালমাই প্রতিনিধি ও দৈনিক কুমিল্লার কাগজ’র স্টাফ রিপোর্টার জহিরুল ইসলাম জহির কে সাংগঠনিক সম্পাদক করে লালমাই প্রেস ক্লাবের ১৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকালে উপজেলার বাগমারা বাজারস্থ ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারন সভা শেষে তিন বছর মেয়াদী এ কমিটি ঘোষনা করা হয়।
ক্লাবের আহবায়ক মোহাম্মদ শাহজাহান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন লালমাই উপজেলা ভাইস চেয়ারম্যান মো: মিজানুর রহমান মজুমদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, চলন কলেজের অধ্যাপক রুহুল আমিন, উপজেলা যুবলীগের আহবায়ক আবদুল মোতালেব, কুমিল্লা জজ কোর্টের এডভোকেট জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো: আয়াতুল্লাহ, যুগ্ম আহবায়ক আকতার হোসেন পারভেজ, কামরুল হাসান ভুট্টু, বাগমারা দক্ষিণ যুবলীগের আহবায়ক কাউছার মোর্শেদ, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম মোহন, ডেন্টিষ্ট মফিজুল ইসলাম মুন্না, বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসেন সুমন, বাগমারা দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবদুল হান্নান মিয়াজী প্রমুখ। কমিটির অন্যান্যরা হলেন: সাপ্তাহিক কুমিল্লার সময়’র সম্পাদক রেদওয়ানুর রহমান সুমন (সিনিয়র সহ-সভাপতি), মো: সাহাবুদ্দিন মজুমদার (সহ-সভাপতি), এমদাদুল হক মজুমদার (যুগ্ম সাধারন সম্পাদক), প্রদীপ মজুমদার (অর্থ সম্পাদক), মাসুদ রানা (দপ্তর সম্পাদক), রিয়াজ মোর্শেদ মাসুদ (প্রচার ও প্রকাশনা সম্পাদক), মোতালেব হোসেন ভুঁইয়া (সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক), মীর হোসেন (ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক), আলমগীর হোসেন অপু (সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক), আমান উল্যাহ আমান (শিক্ষা ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক), মো: নাসির আহমদে (সহ-শিক্ষা ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক), মো: জুয়েল রানা মজুমদার (সমাজ কল্যান বিষয়ক সম্পাদক), আবদুল মতিন (ধর্ম বিষয়ক), মোসা: তাহমিনা আকতার (মহিলা বিষয়ক সম্পাদিকা), সিনিয়র সাংবাদিক অমর কৃষ্ণ বনিক- নির্বাহী সদস্য (১) এবং মো: আবু হানিফ মজুমদার-নির্বাহী সদস্য (২)।

Comments

comments

%d bloggers like this: