বুড়িচংয়ে প্রথম দিনে জেএসসি, জেডিসি ও ভোকেশনাল অনুপস্থিত ১৩১ জন

বুড়িচংয়ে প্রথম দিনে জেএসসি জেডিসি পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিতঃ নির্বাহী কর্মকর্তা কেন্দ্র পরিদর্শন
জেএসসি, জেডিসি ও ভোকেশনাল অনুপস্থিত ১৩১ জন
আক্কাস আল মাহমুদ হৃদয়।।
সারাদেশের ন্যায় বুধবার জেএসসি ও জেডেসি পরীক্ষা শুরু হয়েছে। কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ১০ টি ভেন্যু কেন্দ্র নিয়ে প্রথম দিনে পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান। বিভিন্ন স্কুল থেকে জেএসসি পরীক্ষায় অংশগ্রহন করেন ৫ হাজার ৪শত ৩ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র সংখ্যা ২ হাজার ৩শত ৮৬ জন, ছাত্রী সংখ্যা ৩ হাজার ১৭ জন। এর মধ্যে অনুপস্থিত ছাত্র ২২, ছাত্রী ৪২ মোট ৬৪ জন পরীক্ষার্থী। জেডিসি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১২শত ৬৩ জন । এর মধ্যে অনুপস্থিত ছাত্র ২৪, ছাত্রী ৩৪ মোট ৫৮ জন। ভোকেশনাল (নবম শ্রেনী) পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২শত ৯০ জন । এর মধ্যে অনুপস্থিত ছাত্র ৭, ছাত্রী ২ মোট ৯ জন। উপজেলা নির্বাহী অফিসার ইমরুল হাসান ও সহকারি কমিশনার (ভূমি) জাকিয়া আফরিন কয়েকটি পরীক্ষার ভেন্যু কেন্দ্র পরিদর্শন করেন। তার মধ্যে বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজ, শংকুচাইল উচ্চ বিদ্যালয়, ছয়গ্রাম আলিম মাদরাসা, ফকির বাজার স্কুল এন্ড কলেজ, ফকির বাজার আলিম মাদরাসা পরিদর্শন করে শান্তিপূর্ণ ও নকল মুক্ত পরিবেশ দেখে তারা সন্তুষ প্রকাশ করেন

Comments

comments

%d bloggers like this: