রোটারী ক্লাব অব চৌদ্দগ্রামের সাপ্তাহিক মিটিং অনুষ্ঠিত


চৌদ্দগ্রাম প্রতিনিধি:
রোটারী ক্লাব অব চৌদ্দগ্রামের সাপ্তাহিক মিটিং গত শুক্রবার রাতে কুমিল্লাস্থ ইয়ম্মী রেস্টুরেন্ট এ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের হোস্ট ডা. আনোয়রুল আজীজ আলী নূর এর আমন্ত্রনে রোটারী ক্লাবের ভাইস প্রেসিডেন্ট এ বি এম এ বাহার এর সভাপতিত্বে অতিথি ছিলেন উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট লিডার গর্ভনর এইড সিপি রোটা.আলহাজ্ব ফারুক আহম্মেদ ,উপজেলা যুবলীগের আহবায়ক ও শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান রোটাঃ শাহজালাল মজুমদার, লিডার গর্ভনর পিপি বেলাল উদ্দিন ,পদ্ম জোনের এ্যাসিটেন্ট গর্ভনর ডিস্ট্রিক্ট ৩২৮২ রোটাঃ সিপি এ কে এম অহিদুল্লাহ মজুমদার পিএইচএফ, রোটারী ক্লাব অব চৌদ্দগ্রামের প্রেসিডেন্ট রোটাঃ আব্দুল মালেক, এ্যাসিটেন্ট সেক্রেটারী ডিস্ট্রিক্ট ৩২৮২ ও রোটাঃ তাহমিনা ইসমাইল, সেক্রেটারী রোটাঃ আব্দুল কাইয়ুম সুমন, প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ নন্দন চৌধুরী পিএইচএফ, সার্জেন অট আর্মস রোটাঃ অরজুন পাল, জয়েন্ট সার্জেন অট আর্মস রোটাঃ আব্দুল মান্নান, বুলেটিন এডিটর সাংবাদিক রোটাঃ আবুল বাশার রানা, রোটাঃ বিপ্লব চৌধুরী,রোটাঃ রোটাঃ মাকসুদুর রহমান মাসুদ, রোটাঃ অরুণ ভূমিক, রোটাঃ মাসুম বিল্লাহ প্রমুখ। উৎসব মুখর অনুষ্ঠানে নতুন তিন সদস্য রোটারী ক্লাব চৌদ্দগ্রামের সদস্য যোগদান করে, এরা হলো রোটারী ক্লাবের ভাইস প্রেসিডেন্ট এ বি এম এ বাহার এর সহ-ধমীনী রোটাঃ পারভীন আক্তার, উপজেলা যুবলীগের আহবায়ক ও শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান রোটাঃ শাহজালাল মজুমদার এর সহ-ধমীনী রোটাঃ ফারজাহানা আক্তার রতœা, ডা. আলী নূর এর সহ-ধমীনী রোটাঃ সামিমা আরা।

Comments

comments

%d bloggers like this: