ঢাবির ছাত্রী হল থেকে মাদক ব্যবসায়ীকে আটক করল ছাত্রলীগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলাদেশ- কুয়েত মৈত্রী হল থেকে এক মাদক ব্যবসায়ীকে ধরে পুলিশে দিয়েছে হল শাখা ছাত্রলীগের সভাপতি। আটক মাদক ব্যবসায়ীর নাম মাসুদ (২৫)। 

শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা সম্পর্কে জানিয়েছেন লালবাগ থানার তদন্ত কর্মকর্তা (এসএই) মিজানুর রহমান। সে কামরাঙ্গির চর এলাকাতে থাকে। এবং ঐ এলাকাজুড়ে সে ইয়াবা ব্যবসার সাথে জড়িত। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়।

বাংলাদেশ কুয়েত মৈত্রী হল শাখা ছাত্রলীগের সভাপতি ফরিদা পারভিন  বলেন, ‘ওই মাদক ব্যবসায়ী  আমাদের হলে ঘুরাঘুরি করছিল। এক পর্যায়ে সে হলের ভিতরে প্রবেশ করে। আমার সন্দেহ হলে আমি তাকে জিজ্ঞাসাবাদ করি। পরে জানতে পারি সে মাদক ব্যবসার সাথে জড়িত।’

এ বিষয়ে লালবাগ থানার তদন্ত কর্মকর্তা (এসএই) মিজানুর রহমান বলেন, ওই মাদক ব্যবসায়ী মাসুদ ইয়াবা ব্যবসার সাথে জড়িত। তাকে বাংলাদেশ কুয়েত মৈত্রী হল থেকে পুলিশের হাতে দেন হল ছাত্রলীগের নেতারা।

Comments

comments

%d bloggers like this: