যুবলীগের সমাবেশ মহাসভাবেশে রুপান্তিত- রেলমন্ত্রী

যুবলীগের সমাবেশ মহাসভাবেশে রুপান্তিত- রেলমন্ত্রী

মো.আবুল বাশার রানা

রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, দেশের উন্নয়নে আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা সব সময় ভুমিকা রাখে। তাদের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে।চৌদ্দ্গ্রাম যুবলীগের সমাবেশ চৌদ্দগ্রামে হাজার হাজার নেতাকর্মী উপস্থিতিতে মহাসমাবেশে রুপান্তিরিত হয়ছে। চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠ জনসমুদ্রে কানায় কানায় ভরে গেছে। তিনি আরো বলেন যুবলীগের এ মহাসভাবেশ প্রমান করে চৌদ্দগ্রাম উন্নয়ননের জোয়ারে ভাসছে, দেশের উন্নয়নে শেখ হাসিনা সরকার কে বার বার নিবার্চিত করতে হবে।

বুধবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম এইচ জে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। উপজেলা যুবলীগের আহবায়ক ও শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহমেদ চৌধুরী সেলিম, কুমিল্লা জেলা পরিষদের সদস্য ভিপি ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, রাশেদা আখতার, উপজেলা আ’লীগ নেতা আকতার হোসেন পাটোয়ারী, কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন,উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক হাজী জানে আলম ভুঁইয়া, আলমগীর হোসেন বিপ্লব,সৈয়দ আহমেদ খোকন,বাবলু মোল্লা,সিরাজ, সদস্য এনাম পাটোয়ারী,বাতিসা ইউপি চেয়ারম্যান জাহিদ হোসেন টিপু, কালিকাপুর ইউপি চেয়ারম্যান মাহবুব হোসেন,শুভপুর ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান,ঘোলপাশা ইউপি চেয়ারম্যান কাজী জাফর আহম্মদ,উজিরপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন খোরশেদ,মুন্সিরহাট ইউপি চেয়ারম্যান মাহফুজ আলম,চিওড়া ইউপি চেয়ারম্যান একরামুল হক,জগন্নাথ ইউপি চেয়ারম্যান ইকবাল সহ আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শান্তির প্রতিক সাদা কবুতর,দলীয় পতাকা উত্তলন ও কেক কাটেন প্রধান অতিথি রেলমন্ত্রী মুবিজুল হক। ব্যানার পেষ্টুন, ফুল ও বেলুনে চৌদ্দগ্রাম সাজে নতুন সাজে। এর আগে দুপুর থেকেই চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নের চেয়ারম্যানের নেতৃত্বে যুবলীগের নেতাকর্মীরা ব্যানার, পেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে চৌদ্দগ্রাম বাজারে বর্ণাঢ্য মিছিল শেষে অনুষ্ঠানস্থলে প্রবেশ করে।

এরপর উপজেলা যুবলীগের আহবায়ক শাহজালাল মজুমদারের নেতৃত্বে বিশাল র‌্যালী ,ঘোড়ার গাড়ি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকা প্রদক্ষিণ করে।

Comments

comments

%d bloggers like this: