চৌদ্দগ্রাম সীমান্তের নোম্যান্স ল্যান্ডে রোহিঙ্গা মা ও ছেলে আটক

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লার চৌদ্দগ্রামে ভারত সীমান্তবর্তী জামপুর গ্রাম থেকে মা ও ছেলেসহ দুই রোহিঙ্গাকে আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদেরকে আটক করেছে।
আটককৃত মা ও ছেলে হলেন বার্মার আইকাপ জেলার মংডু থানার নুরুল্লাপাড়া গ্রামের ছলিম উদ্দিনের স্ত্রী নার্গিস বেগম(২৫) ও ছেলে মো. রবি (৮)।
চৌদ্দগ্রাম থানার ওসি আবু ফয়সল জানান, চৌদ্দগ্রাম শিবিরবাজার বিওপির আওতাধীন এলাকার নোম্যান্সল্যান্ড থেকে শিবিরবাজার বিজিবি ক্যাম্পের অধিনায়ক নায়েক সামছুল হক টহল চলাকালীন সময়ে এদেরকে আটক করে। আটকৃতরা হলো মায়ানমারের আইকাফ জেলার মংডু থানার নুরুল্লাপুর গ্রামের সলিমউদ্দিনের স্ত্রী নার্গিস বেগম ও তার ছেলে মো. রবি। তাদেরকে বিকেলে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়। আটককৃতদের কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর প্রস্তুতি চলছে।
বিজিবি -১০ চৌদ্দগ্রাম শিবের বাজার বিজিবির নায়েক মো. সামছুল হক একটি জিডির মাধ্যমে রোহিঙ্গা মা ও ছেলেকে থানায় হস্তান্তর করেছে।

Comments

comments

%d bloggers like this: