ছয়শতক জমির জন্য ভাইর হাতে ভাই খুন

নিজস্ব প্রতিনিধিঃ জমিজমা নিয়ে বিরোধের জের ধরে চৌদ্দগ্রাম উপজেলা ৪নংশ্রীপুর ইউনিয়ন খেঁয়াইশ পশ্চিম পাড়া তিন ভাই মিলে পিটিয়ে ও কুপিয়ে আপন ভাই মোঃ দেলোয়ার হোসেন ৩৫ কে হত্যা করে গত শুক্রবার রাত ১০টার সময় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় , এ ঘটনায় ১৬,০৯,১৭ইং রোজ শনিবার সকাল ১০টার সময় চৌদ্দগ্রাম থানায় নিহত মোঃ দেলোয়ার হোসেন এর স্ত্রী মোসাঃ সানজিদা আক্তার পাঁচ জনের নাম উল্লেখ করে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দাখিল করে চৌদ্দগ্রাম থানার পুলিশ জানায় এই ঘটনার সঙ্গে যারা যারা জড়িত তাদের মধ্যে দেলোয়ারের এক ভাই হারুনুর রশিদ ৪৫ এবং হারুনের স্ত্রী মোসাঃ নাসিমা আক্তার ৩২ কে গ্রেপ্তার করেছে অন্য দুই ভাই পলাতক , নিহত দেলোয়ার হোসেন খেঁয়াইশ গ্রামের প্রয়াত হাসমত আলী ছেলে , পুলিশ জানায় দেলোয়ার হোসেন এর ছয়শতক জমি বিক্রি করার প্রস্তাব দিলে হারুনুর রশিদ এলেকার লোক জন সাক্ষী রেকে দেলোয়ারের কাছ থেকে ছয়শতক জমি ছয় লক্ষ টাকা দরদাম করেএ ৩লক্ষ টাকা দেয় বাকি তিন লক্ষ দুই মাসের সময় নেয় দুই মাস পর দেলোয়ার হারুনের কাছে টাকা ছাইলে হারুন দেলোয়ারের সাথে খারাপ আচরন করে কয়একদিন পর দেলোয়ার এলেকার লোকজনকে নিয়ে হারুনের কাছে টাকার কথা জিগ্সাবাদ করলে হারুন বাকি তিন লক্ষ টাকা দিতে পারবেনা চাপ জানিয়ে দে ,এলেকার লোকজন মিলে হারুনের তিন লক্ষ টাকা হারুনকে বুজিয়ে দেওয়া হয় ,কয় একদিন পর দেলোয়ারের চাচা মোঃ আবুল হাশেম এর কাছে ছয়শতক জমি বিক্রি করে , এই জমি বিক্রি করা কে কেন্দ্র করে গত শুক্রবার সকাল ১০টার সময় জমিজামার ভাগ নিয়ে ভাইদের মদ্যে ঝগড়া সিষ্টি হয় , এর মধ্যে হারুনুর রশিদ ,জাফর আহম্মেদ ও জাকির হোসেন একদিকে , অন্যদিকে দেলোয়ার হোসেন এক পর্যায়ে ঝগড়া করতে করতে দেলোয়ারকে তিন ভাই মিলেয় লাঠি পিটা করে এবং লাঠি পিটার পরও ক্ষিপ্ত হয়ে বড় একটি ছেনিই নিয়ে এসে দেলোয়ারের উপর আক্রমন করে এবং জখম করে আরো জানাজা্য়যে দেলোয়ারের চিতকার শুনে আবুল হাশেম ৬০ ওআজিজুর রহমান ৩২ , দেলোয়ারকে বাচানোর জন্য ছুটে আসলে তাদেরকে হারুনেরা তিন ভাই মিলে জখম করে তিন ভাই গ্রাম থেকে পালেয়ে যায় এলেকার লোকজন এসে সিএন জির মাধ্যমে কুমিল্লা মিডিকেল কলেজ হাসপাতালে পাটানো হয় হাসপাতালে পাটানোর পর দেলোয়ার হোসেন এর মৃত্যু হয় চৌদ্দগ্রাম থানার ওসি আবুল ফয়সাল আরো জানায় পাঁচ জন আসামির মধ্যে দুইজন গ্রেপ্তার হয়েছে বাকি তিনজনের গ্রেপ্তারের চেষ্টা ছলছে

Comments

comments

%d bloggers like this: