চৌদ্দগ্রামে সাজাপ্রাপ্ত আসামীসহ আটক ৪
স্টাফ রিপোর্টার: কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক পৃথক অভিযানে একাধিক মামলার আসামীসহ চারজনকে আটক করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আরিফের নেতৃত্বে পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে ছয় কেজি গাঁজা ও ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এদেরকে আটক করে।
আটককৃতরা হল: ছয় মামলার আসামী উপজেলার ঘোলপাশা ইউনিয়নের জগমোহনপুরের মৃত আব্দুল হামিদের ছেলে কামাল হোসেন (৩৮), একই এলাকার মৃত আনা মিয়ার ছেলে রিপন (৩৮), তের মামলার আসামী আলী আশ্রাফ এর ছেলে বলকিস (৪৪) এবং সাত মামলার আসামী আব্দুল গফুরের ছেলে মফিজ মিয়া (৩৬)। আটককৃতদেরকে সোমবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে মাদক মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।