এবার সু চি’র পুরষ্কার ছিনিয়ে নেয়া হলো
বিশ্বজুড়ে রোহিঙ্গা সমস্যায় অমানবিকতার পরিচয় দেয়ায় মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেতা অং সান সু চি’র সম্মাননা বাতিল করেছে যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহত্তম ট্রেড ইউনিয়ন ইউনিসন।
ইউনিসনের সভাপতি মার্গারেট ম্যাকি দ্যা গার্ডিয়ানকে জানান, রোহিঙ্গারা যে পরিস্থিতি মোকাবেলা করছে সেটি আতঙ্কজনক। এ পরিপ্রেক্ষিতে আমরা অং সান সু চির সদস্যপদ স্থগিত করেছি। আমরা আশা করি তিনি আন্তর্জাতিক চাপে সাড়া দেবেন। গণতন্ত্রের প্রচারাভিযানের সময় অং সান সু চি কারাবন্দী থাকাকালে ২০১০ সালে তাঁকে এ সম্মাননা দিয়েছিল ইউনিসন। ইউনিসন বলছে, তারা সু চিকে দেওয়া সম্মাননাসূচক সদস্যপদ বাতিল করেছে।
দ্যা গার্ডিয়ান এর সূত্র মোতাবেক জানা যায়, সুচিকে মিয়ানমারের সামরিক জান্তাবিরোধী আন্দোলনের সময় দেয়া সম্মানসূচক ডিগ্রি পুনর্বিবেচনার কথা জানিয়েছে ব্রিস্টল বিশ্ববিদ্যালয়। ব্রিস্টল ইউনিভার্সিটির একজন মুখপাত্র বলেন, ‘রোহিঙ্গাদের ওপর নিষ্ঠুর নির্যাতনের মাধ্যমে “জাতিগত শুদ্ধি”র অভিযোগ তুলেছে জাতিসংঘ। এ অবস্থায় মিয়ানমারের চলমান পরিস্থিতি নিয়ে বিশ্ববিদ্যালয় গভীরভাবে উদ্বিগ্ন।’