চৌদ্দগ্রামে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ
কুমিল্লা চৌদ্দগ্রামে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় মোহাম্মদ আসাদ (৪২) নামে এক যুবক নিহত হয়েছেন। সে চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের আতাকরা গ্রামের ওলি উল্লাহর ছেলে। গতকাল শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে এ দুুঘর্টনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক টিপু সুলতান জানান, ঘটনার সাথে ট্রাকের চালক পালিয়ে যায় তবে ট্রাকটি জব্দ করা হয়েছে। লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।