করোনা ভ্যাকসিন নিলেন কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন
চৌদ্দগ্রাম প্রতিনিধি
করোনা প্রতিরোধে কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন কাশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন। তিনি অনলাইনে ফরম পূরণ করে গতকাল চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে এ ভ্যাকসিন গ্রহন করেন। এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.হাসিবুর রহমান। ভ্যাকসিন গ্রহন করে চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন বলেন আলহামদুলিল্লাহ করোনা প্রতিরোধের প্রথম ডোজ কোভিড ভ্যাকসিন নিলাম।প্রিয় কাশিনগর ইউনিয়নবাসী আপনারাও নিন এবং নিরাপদ থাকুন। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনি আমাদের এই মহামূল্যবান করোনা ভ্যাকসিন পাওয়ার ব্যবস্হা করে দেওয়ার জন্য। মহান আল্লাহপাক আপনার সহায় হউক। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার হাসিবুর রহমান বলেন এ পযন্ত ৪২৯ জন করোনা প্রতিরোধে ভ্যাকসিন গ্রহন করেছে তবে কারো কোন সমস্যা হয়নি।